সৎমাকে বিয়ে করলেন ছেলে


আন্তর্জাতিক
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০১৪ ১২:১১



আইনি লড়াইয়ে জিতে সৎমাকে বিয়ে করলেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, বাংলামেইল২৪ডটকম





ঢাকা: আইনি লড়াইয়ে জিতে সৎমাকে বিয়ে করেছেন ফ্রান্সের এক ভদ্রলোক। বর এরিক হোল্ডারের বয়স ৪৫ ও কনে এলিজাবেথ লরেন্টজের বয়স ৪৮। ওই বিয়েতে নাকি অতিথিরাও এসেছিলেন দাওয়াত খেতে।
আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে- সৎমাকে বিয়েতে সম্মতি জানিয়েছেন এরিকের বাবা নিজে। বিয়ের পর সে কথা স্বীকার করেছেন কনে।
ফ্রান্সে সৎমাকে বিয়ে করার আইন নেই। কিন্তু স্থানীয় আদালত তাদের বিয়ে করার অনুমতি দিয়েছেন।
বিয়ের পর বর কনে দুজনেই বেশ খুশি। তারা হানিমুনেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিয়ের পর কনে এএফপিকে বলেন, আমাদের এ প্রেমের গল্প অন্যদের কাজে লাগবে। যারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মৃতদের সঙ্গে যৌনমিলন করেন ভারতের যে হিন্দু সাধুরা