বাবার দ্বারা ধর্ষিত


বাবার দ্বারা ধর্ষিত

নাতনিকে ধর্ষণ করেছে জামাই, পুলিশে নালিশ দিদার



ফাইল ছবি

নাতনিকে ধর্ষণ করেছে জামাই, পুলিশে নালিশ দিদার

কোটা: রাজস্থানের বারান জেলার হালিয়া গ্রামে এক ১৪ বছরের কিশোরী তার বাবার দ্বারা ধর্ষিত হয়েছে বলে অভিযোগ। মেয়েটির দিদিমা গতকাল পুলিশে নালিশ করেছেন এই মর্মে।

৮-১০ দিন আগে ওই কিশোরীকে ধর্ষণ করে চম্পট দেয় তার বাবা। নিখোঁজ থাকে বেশ কদিন। ১০ বছর আগে মাকে হারিয়েছে মেয়েটি, তার দুটি ছোট বোন রয়েছে।

জানা গিয়েছে, রাতে ছোট বোনেরা যখন ঘুমোচ্ছিল, তখন তাদের বাবা বড় মেয়েকে ধর্ষণ করে। একই গ্রামে অন্য বাড়িতে থাকেন মেয়েগুলির দিদিমা। পরদিন দিদিমার কাছে ঘটনার কথা জানায় সে। দিদিমা তখন পুলিশে যাননি কিন্তু মেয়েটিকে বাড়িও আর যেতে দেননি, নিজের কাছে রাখেন।

শনিবার জামাই ফিরে এসে শাশুড়ির কাছে আসে, বলে, মেয়েকে বাড়ি নিয়ে যাবে সে। তারপর গতকাল তিনি পুলিশে জামাইয়ের বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ আনেন।

মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ হয়েছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পস্কো আইনেও।
 source: http://abpananda.abplive.in/india-news/minor-raped-by-father-grandmother-lodges-police-complaint-352517

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মৃতদের সঙ্গে যৌনমিলন করেন ভারতের যে হিন্দু সাধুরা