পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাদারীপুরে মা কে কুপ্রস্তাব দেওয়ায় ছেলে কে কুপিয়ে হত্যা করেছে মা, -দেখুন ভিডিওতে

কুপ্রস্তাব দেওয়ায় নিজের সন্তান এমরান মাতুব্বর নামে যুবকে খুন করেছে এক নারী। নিহতের মায়ের দাবি তিনি নিজেই তার সন্তানকে খুন করেছেন।ঘটনাটি ঘটেছে   মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে। এই ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম এবং পিতা ইদ্রিস মাতুব্বরকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য মাদারীপুর সদর থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড় মেহের গ্রামে এমরান মাতুব্বর দীর্ঘদিন যাবৎ তার নিজ মাকে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিয়ে আসছিল। সোমবার বিকালে এমরান তার মাকে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় দা দিয়ে এলোপাথারি কোপালে গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মঙ্গলবার সকালে মারা যায় এমরান। নিহত মা মাকসুদা বেগম জানান, আমার সন্তানকে আমি নিজ হাতে খুন করেছি। ও একটা অমানুষ। আমার সাথে খারাপ সম্পর্ক ক...

সৎ বাবার হাতে ধর্ষিত নাবালিকার সন্তান জন্মদান

ছবি
সৎ বাবার ধর্ষণজাত সন্তানের মা হল ১৩ বছরের এক নাবালিকা। মধ্যপ্রদেশের কাটনিতে ওই শিশুটি অ্যাম্বুল্যান্সেই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে। তবে, এই সদ্যোজাতের পুনর্বাসনের কী ব্যবস্থা হবে, তা এখনও অজানা। রোববার সকাল ১১টা নাগাদ মেয়েটির লেবার পেইন শুরু হয়। যে স্বেচ্ছাসেবী সংস্থার হোমে শিশুটি বর্তমানে রয়েছে, তারা সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুল্যান্স ডেকে শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তবে, আধা ঘণ্টার মধ্যেই শিশুটির প্রবল যন্ত্রণা শুরু হয় এবং অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করে সে। তবে, সদ্যোজাতের ভবিষ্যত্‍‌ নিয়ে চিন্তায় পড়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃপক্ষ। সংস্থার কর্মকর্তা ড. সমীর চৌধুরী জানিয়েছেন, 'আমি শিশুটিকে নিয়ে এখনও ধন্দে আছি। ওই নাবালিকাকে নিজের সন্তানকে কাছে রাখার অনুমতি দেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনও উপায় নেই। ও নিজের সন্তানকে ছাড়বে না। ভারতের সরকারকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।' সৎ বাবার হাতে ধর্ষিত হওয়ার পর, শিশুটি সমাজের কলঙ্ক এই বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। Times of India এই নিয়ে খবর করার পর ধর্ষিতা নাবালিকা ও ত...

বাবা, তোমার ছেলেটিকে বলো ধর্ষণ কী

ছবি
মেয়েটি বলছিল, ‘আমি সব সময় এইটা প্রে (দোয়া) করতাম এই সব বাজে জিনিস যাতে আমি ফেইস (মুখোমুখি না হই) না করি। বাট সি অ্যাগেইন আমি ফেইস করছি (কিন্তু দেখ আমি মুখোমুখি হলাম)।’ কথাটা পড়ে সে কেঁপে উঠেছে। এই প্রার্থনা তো সে-ও করত। সব মেয়েই মনে মনে এই দোয়া করে? মেয়েটা বড় হয়েছে এই ভয় নিয়ে। যত বড় হয়, ভয়টাও তত বড় হয় তার সঙ্গে। আজ আবার তার সামনে পড়ে গেল সে। ধনীর দুলালদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা দুই ছাত্রীর একজনের ফেসবুক মেসেজের কথা খবরে এসেছে। কিন্তু কেন সব ভাই, সব বাবা, সব বন্ধু, সব প্রেমিক প্রতিজ্ঞা করে না? ধর্ষক না হওয়ার প্রতিজ্ঞা, ধর্ষণের শিকারকে ‘পতিতা’ বা ‘কুলটা’ না ভাবার প্রতিজ্ঞা! প্রতিটি ধর্ষণের ঘটনায় দুজনেরই কি ক্ষতি হয় না? কারো পুত্র করে পাশবিকতা আর কারো কন্যা হয় শিকার। যদি কোনো বাবার ছেলেরা ধর্ষক না হয়, তাহলে কোনো বাবার মেয়েরাও বেঁচে যায়! মেয়েটি ভাইকে খুব ভালোবাসত। আর বাবা ছিল তার প্রথম বীর, প্রথম শিক্ষক, প্রথম ‘মি. হান্ড্রেড পার্সেন্ট’। বাবার হাত ধরে স্কুলে যেত। নির্ভয়ে। জানত, সেই হাত সবচেয়ে নির্ভরতার। কেউ তা ছাড়াতে পারবে না। ভাইয়ের সঙ্গে খেলত খুব, দুজনের ঝগড়াও হতো খুব। তবুও ভাই ...

নিজ ঘরেই যৌন নিপীড়নের শিকার বাংলাদেশের যে শিশু মেয়েরা

বাংলাদেশে শিশু অধিকার কর্মীদের ভাষ্যমতে, দেশটির শতকরা নব্বই ভাগ শিশুই পারিবারিক গণ্ডিতে ধর্ষণ থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শসহ নানা যৌন নিপীড়নের শিকার হয়ে থাকে। কোনও কোনও ক্ষেত্র নিকটাত্মীয় বিশেষ করে, বাবা, চাচা, কিংবা ভাইয়ের হাতেও যৌন নিপীড়নের শিকার হচ্ছে শিশুরা। 'একদিন রাতে হঠাৎ কি একটা পড়ে আমার উপরে। আমি ভয় পেয়ে যাই। বুঝতে পারি না কি হচ্ছে''। বছর সাতেক আগে নিজের সাথে ঘটে যাওয়া চরম অবমাননাকর ঘটনার বর্ণনা দিতে গিয়ে বার বারই গলা কেঁপে যাচ্ছিল একুশ বছরের তরুণীটির। ''এভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন আমি বুঝতে পারি প্রতি রাতে আমার উপরে এসে উঠে পড়ছে আমার বাবা।'' কিশোরী বয়সে আপন বাবা দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে। প্রথমে ভুল বুঝিয়ে, পরে ভয়ভীতি দেখিয়ে। কিন্তু প্রতি রাতের ধর্ষণ একটি দিনের জন্যও থামে নি। মেয়েটি তখন মোটে অষ্টম শ্রেণীর ছাত্রী। একদিন তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে তিনি জানতে পারেন তিনি গর্ভবতী হয়ে গেছেন। দশ বছর বয়স থেকে আমার সৎ বাবা আমাকে ধর্ষণ করে। আমি কোনও বাধা দিতে পারিনি, সেই ক্ষমতা আমা...

বাবা পতিতা ভাড়া করতে না পেরে আমাকে ধর্ষণ করতো: ধর্ষিতা এক মেয়ে

ছবি
অত্যাচারীদের বিরুদ্ধে নারীদের রুখে দাড়ানর আহ্বান জানিয়ে এক নারী সংবাদমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে শৈশবে নিজ বাবার হাতে নিজে কীভাবে নির্যাতিত হতেন, তার রোমহর্ষক কাহিনী তুলে ধরেছেন। সিলভিয়া প্রেসকট নামের ৪৭ বছর বয়সী ওই নারী জানান, তার বাবা অলিভার গারসাইড একটানা ত্রিশ বছর তাকে আটকে রেখে নির্যাতন চালিয়েছেন। ২০১২ সালে সর্বপ্রথম ৬৮ বছর বয়সী পিশাচ বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ানর সাহস পায় সিলভিয়া। তার মামলায় বাবা অলিভারের ৮ বছরের কারাদণ্ড হয় গত বছর। সংবাদমাধ্যমকে সিলভিয়া জানান, তিনি আশা করেন, নির্যাতিতা নারীরা তার ঘটনা শুনে রুখে দাঁড়ানর সাহস পাবে। তিনি বলেন, বাবা আমাকে এমন এক বয়সে ধর্ষণ করে, যখন পুলিশের কাছে যাওয়ার সাহস আমার ছিলো না। আর ধীরে ধীরে বাবার অত্যাচার আমার ভেতরটাকে এমনভাবে ভেঙ্গে দেয়, পরবর্তীতে শেষ মানসিক শক্তিটুকুও হারিয়ে ফেলি। তবে শেষ পর্যন্ত আমি খুশি, আমি রেহাই পেয়েছি। সিলভিয়া বলেন, বাবা প্রথম যেদিন আমাকে ধর্ষণ করে, সেদিন আমাকে চুল ধরে রান্না ঘরে টেনে নিয়ে যায়। আমার বয়স তখন ১৭। আমি খুব ভয় পাচ্ছিলাম। বাবা আমাকে থালাবাসন পরিষ্কার করতে আর ফ্লোর মুছতে বললো। তিনি বলেন, আমি ১১ বছর বয়স...

দাদা, কাকার হাতে ২ বছর ধরে ধর্ষিত নাবালিকা,

ছবি
জলপাইগুঁড়ি, ১২ এপ্রিল : জলপাইগুঁড়ি জেলার ধুপগুঁড়ি গ্রামে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যাতে বলা হয়েছে, ১৬ বছরের একটি মেয়েকে গত ২ বছর ধরে বাবা, কাকা ও দাদা মিলে ধর্ষণ করে চলেছে। ধর্ষিতার জবানিতে এই ঘটনার জেরে দুবার গর্ভবতী পর্যন্ত হয়ে গিয়েছিল সে। এই গোটা ঘটনায় এতটাই মানসিকভাবে সে ভেঙে পড়েছিল যে চারবার আত্মহত্যা করার চেষ্টাও চালিয়েছে সে। তবে তার চেয়েও লজ্জাজনক ঘটনা হল এই যে মাকে বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও মার তরফে কোনও সাহায্য মেলেনি। উল্টে মা মেয়েকে বুঝিয়েছেন, "ওরা তো তোমারই বাবা, কাকা, দাদা, তোমার আপনজন, অপরিচিত তো কেউ নয়।" বৃহস্পতিবার কোনও মতে সাহস জুটিয়ে স্কুলের এক শিক্ষককে গোটা বিষয়টি সে জানায়। সেদিনও স্কুল থেকে ফেরার পর তার ২০ বছরের দাদা তার হাত পা দড়ি দিয়ে বেধে তার ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার স্কুলের অধ্যক্ষা ও কয়েকজন শিক্ষক মিলে পীড়িতাকে সঙ্গে নিয়ে গিয়ে ধুপগুঁড়ি থানায় এফআইআর দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গেই মেয়েটিক কাকাকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই রাতে মেয়েটির দাদা ও বাবাকেও গ্রেফতার করা হয়েছে। মেয়েটির মা আপাতত পলাতক। মেয়েটিকে জলপাইগুড়িরই শিশু...

৬ বছর ধরে মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, নীরব দর্শক মা

ছবি
এর চেয়ে নির্মম কিছু বোধহয় কল্পনা করা কঠিন। জন্মদাতা বাবার হাতেই গত ৬ বছর ধরে আত্মসম্ভ্রম লুঠ হয়েছে ১৩ বছরের একটি মেয়ের। ঘটনার কথা জানিয়ে জন্মদাত্রী মা-কে অভিযোগ জানালেও সে কর্ণপাত করেনি। [বাবা, দাদা, কাকার হাতে ২ বছর ধরে ধর্ষিত নাবালিকা, মা বলছেন, 'ওরা তো আপনজন, অপরিচিত তো নয়'!] এতবছর ধরে টানা নির্যাতন সহ্য করতে করতে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মেয়ের। স্কুলে চলছিল শিশুদের যৌন হয়রানি নিয়ে কাউন্সেলিংয়ের পাঠ। অসীম সাহস সঞ্চয় করে সেখানেই স্কুলের শিক্ষককে সব কথা লিখে ফেলল মুম্বইয়ের বাসিন্দা সপ্তম শ্রেণির সেই ছাত্রী। সে জানিয়েছে, মায়ের সামনেই বাবার হাতে তাকে কীভাবে দিনের পর দিন ধর্ষিতা হতে হয়েছে। মা সব দেখেও মুখে কুলুপ এঁটে ছিল। ঘটনাটি জানার পর স্কুলের শিক্ষক সময় নষ্ট না করে একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। এরপর গত সোমবার মুম্বইয়ের ভাসি এলাকার পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়। পুলিশকে মেয়েটি জানিয়েছে, বাবার দুষ্কর্মের পরই মা তাকে গর্ভনিরোধক পিল খেতে দিত। মাত্র সাত বছর বয়স থেকেই তাকে এই নির্মম অত্য়াচার সহ্য করতে হচ্ছে বলে জানিয়েছে সে। ঘটনায় অভিযুক্ত বাবা-মায়ের বিরুদ্ধে ভার...

বাবার হাতে ধর্ষিতা হয়ে গর্ভবতী ১৬ বছরের কিশোরী

ছবি
জন্মদাতা পিতার হাতেই শেষে ধর্ষিতা হতে হল ১৬ বছরের এক কিশোরীকে। নির্মম এই ঘটনার পর কিশোরীটি গর্ভবতী হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর জেলায়। ঘটনাটি সামনে আসে যখন নির্যাতিতা কিশোরী ও তার দাদা মিলে সাহস দেখিয়ে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে হাজতে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। রিপোর্ট বলছে প্রায় ৬ মাসের গর্ভবতী হয়ে পড়েছে কিশোরীটি। সংবাদমাধ্যমের একটি সূত্র বলছে, মেয়েটিকে গর্ভপাতের কথা বলা হলে সে তা করতে অস্বীকার করেছে। কিশোরীটি জানিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার পরে কোনও নিঃসন্তান দম্পতিতে সে সন্তান দান করবে। অন্যদিকে আর একটি সংবাদমাধ্যমে বেরিয়েছে, এতটা সময় হয়ে যাওয়ায় চিকিৎসকেরা গর্ভপাতের আবেদন নাকচ করে দিয়েছেন কারণ তাহলে নির্যাতিতা কিশোরীর শরীরের ক্ষতি হয়ে যেতে পারে। মেয়েটির মা ২ বছর আগে মারা গিয়েছেন। তারা মোট পাঁচ ভাইবোন। আর্থিক সঙ্গতি না থাকায় মেয়েটিকে ইতিমধ্যেই হোমে পাঠানো হয়েছে।

স্ত্রী চলে যাওয়ায় মেয়েকে ধর্ষণ, বাবা কারাগারে

ছবি
ফরিদপুরে স্ত্রী ঝগড়া করে চলে যাওয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই বাবাকে কারাগারে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেয়েটি অনেকবার ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১৩ বছর বয়সী ওই মেয়েটির মা ও নিকট আত্মীয়কে না পাওয়ায় তাকে ফরিদপুর মহিলা ও শিশু কিশোরী আবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে এ ন্যক্কারজনক ঘটনায় জেলার নারী নেত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা ওই বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। থানার এজাহার সূত্রে জানা যায়, গত তিন থেকে চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার এক ব্যক্তি তার পরিবার নিয়ে ফরিদপুর শহরের এক বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এর মধ্যে এক মাস আগে মেয়েটির মা তার বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে চলে যান। এই সুযোগে বাবা তার মেয়েকে ধর্ষণ করে। গত এক মাস ধরে জন্মদাতা বাবার হাতে ধর্ষণের শিকার হচ্ছিল মেয়েটি। প্রতিবেশীরা জানায়, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি মেয়েকে প্রতিদিনের মতো ধর্ষণ করতে গেলে মেয়েটি চিৎকার দেয়। পরে প্রতিবেশী ও বাড়ির মালিক মেয়েট...
ছবি
এবার ফেসবুকে ভিডিও আপলোড করে বাবার বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের কথা জানিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আহমেদ ফারিয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা ভিডিওটিতে মেয়েটির দাবি, তার বাবার নাম ফরিদ উদ্দিন আহমেদ। তিনি মিরপুর একটি স্বনামধন্য রেস্তোরাঁর ডিরেক্টর। ১০ মিনিট ৫৩ সেকেন্ডের এই ভিডিওটিতে মেয়েটি তার ওপর তার বাবার চালানো বিভিন্ন সময়ের নির্যাতনের বর্ণনার কথা জানান। ভাইরাল হওয়া এই ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা হয়েছে ২১ জুলাই মধ্য রাতে। ভিডিওটি এরই মধ্যে দেখেছেন ৩ লাখ মানুষ। তিনি বলেন, আমার বাবার নাম ফরিদ উদ্দিন আহমেদ। মিরপুর জিনজিয়ানের ডিরেক্টর। তিনি আমাকে ছোট বেলা থেকেই অনেক মারছে। উঠতে বসতে গালি গালাজ করছে। সে আমার গলা পাড়া দিয়ে ধরছে। আমি মরে যেতাম।......... সে আমাকে গোসল করে দেয়ার সময় আমার শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করেছে...............। আপলোডকৃত ভিডিওর ক্যাপশনে মেয়েটি লিখেছেন, আমার বাবা, যার হওয়া উচিত ছিল আমার গাইড, আমার রক্ষক তিনি দিনের পর দিন, বছরের পর বছর আমাকে মৌখিকভাবে ও শারীরিকভাবে নির্যাতন করেছে এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছে। তিনি বারবার আমাকে পিটিয...

সৎমেয়েকে ধর্ষণের পর বিয়েঃ আল্লাহর আইন যা বলছে

ছবি
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আট বছর ধরে সৎ মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের শব্দ প্রকৌশলী আরমান হোসেন সুমন। তবে এই নিয়ে তার কোনো অনুশোচনা নেই, উল্টো  সৎ মেয়েকে আরমান বিয়ের দাবিও করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) নাজমুল ইসলাম। জিজ্ঞাসবাদে সৎ মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে আরমানের স্বীকারোক্তি শুনে বিস্মিত হয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এজন্য আরমানের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনাও দেখা যায়নি বলে সিটিটিসির একজন কর্মকর্তা বলেন। উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, আরমান তার সৎ মেয়েকে বিয়ে করারও দাবি করেছে। কিন্তু তাকে কোরআন শরীফের সূরা আন-নিসায় এ সংক্রান্ত বিধিনিষেধের কথা বলা হলে সে চুপ করে ছিল। আমরা তার বিয়ের বিষয়টিও যাচাই করে দেখছি। একজন মুসলিম হয়ে নিজের সৎ মেয়েকে কীভাবে বিয়ে করার কথা বলেন বড় অবাক বিষয়। অথচ কুরআনে সৎ মেয়েকে বিয়ে করা সরাসরি হারাম ঘ...

পিতার পাশবিকতায় শিশুকন্যা ৫ মাসের অন্তঃসত্বা

ছবি
জন্মদাতা পিতার কাছেও আজ শিশুকন্যা সন্তান নিরাপদ নয়। এমনি এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগে শনিবার রাত ১১ টায় এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগে জানা গেছে, জামালপুর পৌর এলাকার এক ব্যক্তির পাশবিক নির্যাতনের শিকার হয়ে তারই ওরসজাত শিশুকন্যা ৫মাসের অন্তঃসত্বা হয়েছে। মাত্র ১২ বছর বয়সের ওই শিশুকন্যাটি জামালপুর পৌরসভার একটি স্কুলের ছাত্রী। স্কুল পড়ুয়া নিজ কন্যাকে তার মায়ের অজান্তে নানা ভয়ভীতি দেখিয়ে পাষণ্ড পিতা দিনের পর দিন পাশবিক নির্যাতন চালিয়েছে। এতে শিশুটি পাঁচ মাসের অন্তঃসত্বা হলে শনিবার রাতে শিশুটির মা বেগম তার কন্যাকে সাথে নিয়ে জামালপুর সদর থানায় এসে শিশুটির জন্মদাতা পিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে শিশু ওই নির্যাতনের অভিযোগ পেয়েই জামালপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম সদর থানা হাজতে রাখা হয়েছে। জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, জন্মদাতা পিতার কাছে শিশু কন্যা নির্যাতনের অভিযোগ পেয়েই লম্পট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ...

আট বছর ধরে এক মেয়েকে ধর্ষণ করে আসছিলেন তাঁর সৎবাবা আরমান হোসেন

ছবি
আট বছর ধরে এক মেয়েকে ধর্ষণ করে আসছিলেন তাঁর সৎবাবা আরমান হোসেন ওরফে সুমন (৩৮)। একপর্যায়ে মেয়েটির আপত্তিকর ছবি ও ভিডিও ক্লিপ পাঠিয়ে তাঁর এক বন্ধুকেও হুমকি দিয়েছিলেন তিনি।   এমন অভিযোগ করে সৎবাবার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে রমনা মডেল থানায় মামলা করেছেন বর্তমানে ২০ বছর বয়সী ওই মেয়ে। আরমান হোসেন বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪-এর শব্দ প্রকৌশলী। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।   মামলার এজাহারে মেয়েটি উল্লেখ করেন, তাঁর বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন তাঁর মা। দ্বিতীয় বিয়ের এক বছর পর থেকে মায়ের কাছে থাকা শুরু করেন মেয়েটি। চাকরির কারণে মেয়েটির মা মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাড়ি থেকে সকালে কর্মস্থলে চলে যেতেন। ২০০৮ সালের কোনো একদিন দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে আরমান প্রথম ধর্ষণ করেন। এ সময় মেয়েটির আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখেন আরমান। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরমান এরপর থেকে প্রায়ই ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ করেন মেয়েটি।   এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫ সালে তিনি অন্তঃ...

যৌন নির্যাতন: ৮১ বছর বয়সী ইমামের দণ্ড

ছবি
যুক্তরাজ্যের কার্ডিফে যৌন হেনস্তার দায়ে এক ইমামকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মোহাম্মদ সাদিক (৮১) নামের ওই ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ধর্মীয় বিষয় পড়াতেন। ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, বিচারক স্টিফেন হপকিন্স যৌন হেনস্তার দায়ে সাদিককে ১৩ বছর কারাদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য একজন যৌন অপরাধী হিসেবে নিবন্ধন করার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার পর বিচারক জানান, চারজন অভিযোগকারী এ ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন। ব্যক্তিগত ভয়ভীতির পাশাপাশি সাংস্কৃতিক বাধা অতিক্রম করা তাঁদের জন্য কঠিন ছিল। প্রায় ৩০ বছর ধরে কার্ডিফের একটি মসজিদে পাঠদান করে আসছিলেন সাদিক। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১০ বছরে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ ওঠে, তার মধ্যে বিচারক তাঁকে ১৪টি অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। এর মধ্যে ছয়টি অশোভন আচরণ ও আটটি যৌন নিগ্রহের ঘটনা রয়েছে। ২০০৬ সালে দুটি মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সাদিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে। কিন্তু সাদিক তখন সে অভিযোগ অস্বীকার করেন। ২০১৬ সালে আবার অন্য দুজনের কাছ থেকে অভিযোগ এলে দ্বিতীয়বারের মতো তদন্ত শুরু ...

ধর্ষণের অভিযোগ আনার পর তরুণীর মৃত্যুদণ্ড!

ছবি
ধর্ষণের অভিযোগ আনার পর তরুণীর মৃত্যুদণ্ড! চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। কিন্তু সেই অভিযোগ আমলে না নিয়ে ‘অবৈধ’ সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেয় গ্রাম পঞ্চায়েত। আর সেই চাচাতো ভাইকে কোনো শাস্তিই দেওয়া হলো না। এ ঘটনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রাদেশিক রাজধানী লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের রাজানপুরে গত শুক্রবার ওই তরুণীকে দণ্ড দেওয়া হয়। ১৯ বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণীর নাম শুমাইলা। পঞ্চায়েতের ঘোষণা করা মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত শোনার পর গ্রাম থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশের কাছে অভিযোগ করেন। চাচাতো ভাই খলিল আহমেদের সঙ্গে কোনো ধরনের ‘অবৈধ’ সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন শুমাইলা। তাঁর অভিযোগ, খলিল বন্দুকের মুখে তাঁকে ধর্ষণ করেছেন। ধর্ষণের অভিযোগ পঞ্চায়েত গ্রহণ করেনি। তারা খলিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তাঁর (শুমাইলা) বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। মৃত্যুদণ্ডের রায় শুনে জীবনের শঙ্কায় গ্রাম থেকে পালান শুমাইলা। গত শনিবার পুলিশের কাছে অভিযোগ করেন তি...

পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরকে গুলি করলেন শাশুড়ি

ছবি
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ছিল শ্বশুরের বিপক্ষে। বারবার সাবধান ও নিষেধ করা হয়েছিল। কিন্তু না শোনায় ঘুমন্ত স্বামীকে গুলি করে হত্যা করেন এক নারী। ওই নারীর নাম বেগম বিবি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার সংলা গ্রামে এ ঘটনা ঘটেছে। বেগম বিবির অভিযোগ, সেনাবাহিনীতে কর্মরত ছেলের অনুপস্থিতে তাঁর পুত্রবধূকে বারবার জোরপূর্বক ধর্ষণ ও হেনস্তা করছিলেন তাঁর স্বামী গুলবার খান। বেগম বিবির দাবি, পারিবারিক সম্পর্ককে অসম্মান করার জন্য এমন সাজা প্রাপ্য ছিল গুলবারের। পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে স্বামীকে গুলি করার কথা গত শনিবার পুলিশের কাছে স্বীকার করেছেন ওই নারী। পাখতুনখাওয়া আলপুরী পুলিশ সদর দপ্তরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ আমজাদ আলী খান জানান, গত বৃহস্পতিবার এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যা করার কথা স্বীকার করেছেন তাঁর স্ত্রী। ওই নারীর স্বীকারোক্তিমূলক বিবৃতির বরাত দিয়ে আমজাদ আলী খান বলেন, ‘প্রায় নয় মাস আগে ওই দম্পতির ছেলের বিয়ে হয়। পরে তাঁর স্বামী পুত্রবধূকে জ্বালাতন করতেন এবং বারবার তাঁকে ধর্ষণ করেন।’ স্বামী অপরাধের কথা বর্ণনা করে ওই নারীর স্বীকারোক্ত...

মেয়ে-বৌমাকে ‘ধর্ষণ’!

ছবি
মেয়ে ও পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অভিযুক্তকে গণপ্রহার। পরে গ্রেফতার। আগামীকাল তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন। http://www.youtube.com/abpanandaTV    https://www.facebook.com/abpananda    http://www.abpananda.abplive.in http://abpananda.abplive.in/video/south-24-paraganas-the-person-arrested-on-the-charge-raping-daughter-and-daughter-in-law-356113

হিন্দু মেয়ে আনামিকাকে প্রেমের ফাদে ফেলে বিবাহ করে

ছবি
ওর জন্য ধর্ম ত্যাগ করেছি আর ওর বন্ধুরা মিলে আমাকে… বিচিত্র মানুষের জীবন আর এই বিচিত্র জীবনের বহু বাক, জীবন আছে বলেই সমস্যা আছে। এই সব সমস্যার সমাধান ও আছে। কিছু কিছু সময় এই সব সমস্যা প্রকট আকার ধারণ করে, মানুষের দ্বারা কিছু সমস্যা মাঝে মাঝে জীবনকে দুর্বিষহ করে তোলে। এই সব ঝামেলা মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিতে হবে। আমি সোমা কামাল সবাইকে সবসময় এটাই বলে থাকি, জীবন আপনার এটাকে গুছিয়ে নেবার দ্বায়িত্ব আপনারই। দীর্ঘ সময় থেকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আমরা পরামর্শ দেবার চেস্টা করছি, আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, আপনিও চাইলে আপনার যেকোন সমস্যার কথা আমাদেরকে মেইল করতে পারেন কিংবা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানিয়েছেন তার জীবনের করুন কথা, আমরা সংক্ষেপে সেটা প্রকাশ করলাম। লীরা (ছদ্মনাম): আপু আমার আর বাচার কোন ইচ্ছে নেই, আমার জীবনের সবই তো শেষ। আমি হিন্দু মেয়ে বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। আমার ফ্যামিলি মোটামুটি সচ্ছল, আমি ক্লাস টেনে থাকাকালীন এক মুসলমান ছেলের সাথে রং নাম্বারের সুত্র ধরে পরিচয় তারপর প্রেম হয়। ছেলেটির নাম শাওন ঢাকায় থাকে। আমাদের সম...

নাবালিকা ধর্ষণ || তসলিমা নাসরিন

ছবি
নাবালিকা ধর্ষণ তসলিমা নাসরিন তেরো বছর বয়স। মেয়ে ইস্কুল থেকে বাড়ি ফিরতে চাইছে না। কাঁদছে। কেন কাঁদছে? বাড়িতে দু'বছর হলো প্রতিদিন তাকে ধর্ষণ করছে তার বাবা, দাদা আর দুই কাকা। এ তো সবে সেদিন ঘটলো, কেরালায়। গতবছর ওই রাজ্যেই ধরা পড়েছিল এক লোক, যে তার ষোলো বছরের কন্যাকে নিজে তো ধর্ষণ করেইছে, একশ লোককে দিয়েও ধর্ষণ করিয়েছে। এমন কোনও দেশ নেই, সমাজ নেই, যেখানে পিতৃদেবের শিশু-ধর্ষণ কস্মিনকালেও ঘটে না। জরিপে দেখা যায়, শিশু-ধর্ষণের সত্তরভাগই ঘটায় পরিবারের পুরুষ, নিকটাত্দীয়। দ্বিতীয় কাতারে আছে চেনা, মুখচেনা, পাড়াতুতো কাকা-জ্যাঠা-ঠাকুরদা। অচেনা লোক ধর্ষণ করে, কিন্তু খুব কম। মনে পড়ে আমেরিকার লেখক জেন স্মাইলির উপন্যাসটির কথা,‘A Thousand Acres’! বাবার ছিল তিন কন্যার সঙ্গে যৌন সম্পর্ক! কন্যা তেরোয় পড়লে শুরু করতো সম্পর্ক, ষোলো হলে রেহাই দিত, দিয়ে ষোলোর চেয়ে কম বয়সী কন্যার দিকে হাত বাড়াতো। রক্ষকরা কী যে অনায়াসে ভক্ষক বনে যেতে পারে! ঘরে পিতা ধর্ষণ করছে, বাইরে পুলিশ ধর্ষণ করছে। মেয়েদের জন্য সম্ভবত 'নিরাপত্তা' এখন আর অধিকার নয়, নেহাতই লাক্সারি। বালিকা বা সাবালিকা বা নাবালিকা সব ধর্ষণই জ...

বাবা যখন নরপিশাচ!

ছবি
বাবা যখন নরপিশাচ! : পরম নিশ্চিন্তের আশ্রয় স্থল তো বাবা-ই। কিন্তু সেখানেও যদি বিশ্বাস ভেঙে খানখান হয়ে যায়, তাহলে? পিতাই যদি ভক্ষকের ভূমিকায় উপনীত হয়? মাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে প্রায় ৬ বছর ধরে শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ভারতের হরিয়ানার বল্লভগড় জেলার নরপিশাচ ওই বাবা। মেয়েটি জানিয়েছে, ৬ বছর বয়স থেকে রাতে খাওয়ার পর তার মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিতেন বাবা। মা ঘুমিয়ে গেলে বাবা তাকে পাশের ঘরে নিয়ে যেতেন। সেখানেই চলতো তার উপর অমানবিক অত্যাচার। এভাবে প্রায় ৬ বছর ধরে চলে নির্যাতন। সেটি সহ্য না করতে পেরে মেয়েটি তার খালা ও মামাকে ঘটনা খুলে বলে। পরে খালা তার মাকে জানায়। সাংসারিক অশান্তির ভয়ে মাও তেমন মুখ খুলেননি। তাই নিজেকে নরপিশাচ বাবার হাত থেকে রক্ষা করতে শিশুটি আশ্রয় নেয় স্কুলের শিক্ষিকার কাছে। তারপর মেয়ে ও তার মাকে থানায় নিয়ে গিয়ে সেই নরপিশাচের বিরুদ্ধে অভিযোগ করা হয়। ঘটনা টের পেয়ে পালিয়ে রয়েছেন অভিযুক্ত বাবা। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চলাচ্ছে। আবিবের জেলা আদালতে। সাক্ষ্য-প্রমাণ শেষে তিনি দোষী সাব্যস্ত হন। মঙ্গলবার আদালতের রায়ে তার ৩...

ওর জন্য ধর্ম ত্যাগ করেছি আর ওর বন্ধুরা মিলে আমাকে

ছবি
ওর জন্য ধর্ম ত্যাগ করেছি আর ওর বন্ধুরা মিলে আমাকে… বিচিত্র মানুষের জীবন আর এই বিচিত্র জীবনের বহু বাক, জীবন আছে বলেই সমস্যা আছে। এই সব সমস্যার সমাধান ও আছে। কিছু কিছু সময় এই সব সমস্যা প্রকট আকার ধারণ করে, মানুষের দ্বারা কিছু সমস্যা মাঝে মাঝে জীবনকে দুর্বিষহ করে তোলে। এই সব ঝামেলা মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিতে হবে। আমি সোমা কামাল সবাইকে সবসময় এটাই বলে থাকি, জীবন আপনার এটাকে গুছিয়ে নেবার দ্বায়িত্ব আপনারই। দীর্ঘ সময় থেকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আমরা পরামর্শ দেবার চেস্টা করছি, আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, আপনিও চাইলে আপনার যেকোন সমস্যার কথা আমাদেরকে মেইল করতে পারেন কিংবা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানিয়েছেন তার জীবনের করুন কথা, আমরা সংক্ষেপে সেটা প্রকাশ করলাম। লীরা (ছদ্মনাম): আপু আমার আর বাচার কোন ইচ্ছে নেই, আমার জীবনের সবই তো শেষ। আমি হিন্দু মেয়ে বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। আমার ফ্যামিলি মোটামুটি সচ্ছল, আমি ক্লাস টেনে থাকাকালীন এক মুসলমান ছেলের সাথে রং নাম্বারের সুত্র ধরে পরিচয় তারপর প্রেম হয়। ছেলেটির নাম শাওন ঢাকায় থাকে। আমাদের সম্প...