৬ বছর ধরে মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, নীরব দর্শক মা
এর চেয়ে নির্মম কিছু বোধহয় কল্পনা করা কঠিন। জন্মদাতা বাবার হাতেই গত ৬ বছর ধরে আত্মসম্ভ্রম লুঠ হয়েছে ১৩ বছরের একটি মেয়ের। ঘটনার কথা জানিয়ে জন্মদাত্রী মা-কে অভিযোগ জানালেও সে কর্ণপাত করেনি। [বাবা, দাদা, কাকার হাতে ২ বছর ধরে ধর্ষিত নাবালিকা, মা বলছেন, 'ওরা তো আপনজন, অপরিচিত তো নয়'!] এতবছর ধরে টানা নির্যাতন সহ্য করতে করতে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মেয়ের। স্কুলে চলছিল শিশুদের যৌন হয়রানি নিয়ে কাউন্সেলিংয়ের পাঠ। অসীম সাহস সঞ্চয় করে সেখানেই স্কুলের শিক্ষককে সব কথা লিখে ফেলল মুম্বইয়ের বাসিন্দা সপ্তম শ্রেণির সেই ছাত্রী। সে জানিয়েছে, মায়ের সামনেই বাবার হাতে তাকে কীভাবে দিনের পর দিন ধর্ষিতা হতে হয়েছে। মা সব দেখেও মুখে কুলুপ এঁটে ছিল। ঘটনাটি জানার পর স্কুলের শিক্ষক সময় নষ্ট না করে একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। এরপর গত সোমবার মুম্বইয়ের ভাসি এলাকার পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়। পুলিশকে মেয়েটি জানিয়েছে, বাবার দুষ্কর্মের পরই মা তাকে গর্ভনিরোধক পিল খেতে দিত। মাত্র সাত বছর বয়স থেকেই তাকে এই নির্মম অত্য়াচার সহ্য করতে হচ্ছে বলে জানিয়েছে সে। ঘটনায় অভিযুক্ত বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এমনকী শিশুদের বিরুদ্ধে যৌন অত্য়াচার সম্মন্ধীয় পসকো আইনেও মামলা রুজু হয়েছে ও অভিযুক্ত বছর ৪৫-এর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতির মোট পাঁচ সন্তান। নিগৃহীতা মেয়েটি তৃতীয় সন্তান। মেয়েটির অভিযোগ, তার এক দিদিও বাবার লালসার শিকার হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র থাকে।
Read more at: http://bengali.oneindia.com/news/india/a-daughter-s-bone-chilling-letter-my-father-raped-me-and-my-mother-did-not-help-006031.html
Read more at: http://bengali.oneindia.com/news/india/a-daughter-s-bone-chilling-letter-my-father-raped-me-and-my-mother-did-not-help-006031.html
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন