পোস্টগুলি

2015 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধর্মান্তিরিত মেদের পরিনতি

ওর জন্য ধর্ম ত্যাগ করেছি আর ওর বন্ধুরা মিলে আমাকে… বিচিত্র মানুষের জীবন আর এই বিচিত্র জীবনের বহু বাক, জীবন আছে বলেই সমস্যা আছে। এই সব সমস্যার সমাধান ও আছে। কিছু কিছু সময় এই সব সমস্যা প্রকট আকার ধারণ করে, মানুষের দ্বারা কিছু সমস্যা মাঝে মাঝে জীবনকে দুর্বিষহ করে তোলে। এই সব ঝামেলা মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিতে হবে। আমি সোমা কামাল সবাইকে সবসময় এটাই বলে থাকি, জীবন আপনার এটাকে গুছিয়ে নেবার দ্বায়িত্ব আপনারই। দীর্ঘ সময় থেকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আমরা পরামর্শ দেবার চেস্টা করছি, আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, আপনিও চাইলে আপনার যেকোন সমস্যার কথা আমাদেরকে মেইল করতে পারেন কিংবা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানিয়েছেন তার জীবনের করুন কথা, আমরা সংক্ষেপে সেটা প্রকাশ করলাম। লীরা (ছদ্মনাম): আপু আমার আর বাচার কোন ইচ্ছে নেই, আমার জীবনের সবই তো শেষ। আমি হিন্দু মেয়ে বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। আমার ফ্যামিলি মোটামুটি সচ্ছল, আমি ক্লাস টেনে থাকাকালীন এক মুসলমান ছেলের সাথে রং নাম্বারের সুত্র ধরে পরিচয় তারপর প্রেম হয়। ছেলেটির নাম শাওন ঢাকায় থাকে। আমাদের সম্...

একই পুরুষের ঔরশজাত মা-মেয়ে

ছবি
একই পুরুষের ঔরশজাত মা-মেয়ে ঢাকা : অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক নারী সম্প্রতি এক লোমহর্ষক পারিবারিক কলঙ্কের ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, তিনি তার বাবার ঔরশজাত নন, বরং নানার ঔরশজাত! তার মাকে বন্দুকের নলের মুখে ধর্ষণ করেছিল তারই নানা আর তিনি সেই পাপেরই ফসল। এই বিষয়টি জানা পর তিনি নিজেকে তিলেতিলে শেষ করে দেয়ার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু অবশেষে তা আর হয়নি। জোডি কাহিল (৩৮), এই ঘৃণিত ঘটনার ফসল। বিষয়টি জানতে পেরেছেন চার বছর আগে মায়ের লেখা একটি চিঠি থেকে। যেখানে তার বহুবছর আগে মানসিক বিকারগ্রস্ত হয়ে স্বেচ্ছা নির্বাসিত মা বলেন অস্ত্রের মুখে তার প্রতি কি অন্যায় করা হয়েছিল! সেই নিন্দিত ঘটনা তিনি সহ্য করতে না পেরে নির্বাসন বরণ করেছিলেন আর গত তিন দশকের বেশি সময় ধরে এই সত্যকে নিজের মধ্যে ধারণ করেছিলেন। ৩৮ বছর বয়সী এই নারী তার মায়ের সেই চিঠির মাধ্যমে জানতে পারেন কীভাবে মা নিজের বাবার পাশবিকতা আর লালসার শিকার হয়েছিলেন। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’ এর কাছে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এই নগ্ন সত্য তার কাছে প্রকাশিত হওয়ার পর তিনিও আত্মহত্যার পথ বেছে নিয়েছ...

ও আমার মেয়ে, আমার বাবারও মেয়ে' : ধর্ষিতার অভিযোগ কালের কণ্ঠ অনলাইন পাষণ্ড বাবার মৃত্যুদণ্ড

ছবি
আফগানিস্তানের আদালতে এক ঐতিহাসিক রায় হয়ে গেলো। ডিএনএ টেস্টে এক পিতার অপরাধ প্রমাণিত হলো। মিডিয়ার কল্যাণে আরেক নরপশুকে দেখলো বিশ্ববাসী। ওই লোকটি তার মেয়েকে ১০ বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ করেছেন। কোলজুড়ে দুটো সন্তানও এসেছে তার। এতদিন পর ঘটনাটি প্রকাশ পেয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। অন্যান্য দেশের মতো আফগানিস্তানেও নারীর প্রতি সহিংসতা এবং যৌন নিপীড়ন অপরাধ। তবে সেখানে এ ঘটনায় অপরাধীকে 'নৈতিকভাবে অপরাধী' হিসেবে জেল দেওয়া হয়। 'ও আমার মেয়ে, আমার বাবারও মেয়ে' : ধর্ষিতার অভিযোগ মেয়েটির বয়স এখনো বিশের কোঠা পেরোয়নি। গত বছর বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগ জানালে বিচারক ডিএনএ টেস্টের নির্দেশ দেন। মেয়েটির অভিযোগের শুনানিতে স্তব্ধ হয়ে পড়ে বিচারালয়। একে 'অনাকাঙ্ক্ষিত' ঘটনার বিচার বলে মন্তব্য করেছেন বিচারক। ধর্ষণের কারণে গর্ভবতী হয়েছেন তিনি। পিতা ও কন্যার নাম প্রকাশ করা হয়নি। চোখের পানি মুছতে মুছতে মেয়েটি বলেন, 'কোলের বাচ্চাটি আমার মেয়ে এবং আমার বাবারও মেয়ে। আমাকে আমার বাবা ধর্ষণ করেছেন। মেয়েটি তারই ফসল। আমি ওর মা এবং একই সাথে ওর বোন'। আফগান কোর্টে গত গ্রীষ্মে এই হতভাগা...

বাবা যখন নরপিশাচ!

ছবি
বাবা যখন নরপিশাচ! :  পরম নিশ্চিন্তের আশ্রয় স্থল তো বাবা-ই। কিন্তু সেখানেও যদি বিশ্বাস ভেঙে খানখান হয়ে যায়, তাহলে? পিতাই যদি ভক্ষকের ভূমিকায় উপনীত হয়? মাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে প্রায় ৬ বছর ধরে শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ভারতের হরিয়ানার বল্লভগড় জেলার নরপিশাচ ওই বাবা। মেয়েটি জানিয়েছে, ৬ বছর বয়স থেকে রাতে খাওয়ার পর তার মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিতেন বাবা। মা ঘুমিয়ে গেলে বাবা তাকে পাশের ঘরে নিয়ে যেতেন। সেখানেই চলতো তার উপর অমানবিক অত্যাচার। এভাবে প্রায় ৬ বছর ধরে চলে নির্যাতন। সেটি সহ্য না করতে পেরে মেয়েটি তার খালা ও মামাকে ঘটনা খুলে বলে। পরে খালা তার মাকে জানায়। সাংসারিক অশান্তির ভয়ে মাও তেমন মুখ খুলেননি। তাই নিজেকে নরপিশাচ বাবার হাত থেকে রক্ষা করতে শিশুটি আশ্রয় নেয় স্কুলের শিক্ষিকার কাছে। তারপর মেয়ে ও তার মাকে থানায় নিয়ে গিয়ে সেই নরপিশাচের বিরুদ্ধে অভিযোগ করা হয়। ঘটনা টের পেয়ে পালিয়ে রয়েছেন অভিযুক্ত বাবা। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চলাচ্ছে। ২১ স্ত্রীর স্বামীর লালসার শিকার মেয়ে ! ৩০ বছরের...